তোমায় দেখব বলে

অন্ধ হয়েছি তাই
কর্ণিয়া ঢেকে দৃষ্টি যুগলে
অগোচরে চেয়ে রই
হৃদয়ের কাছে মননের কাছে
কত রংরূপ ভালোবাসা আছে
কতটা রেখেছ
ভুলেছ কতক
পাশেতে রয়েছ নাকি ছেড়ে গেছ
শিশিরে গোলাপ কবে
কার দুলে ?
বেল কুঁড়ি দোলে যেন কার চুলে
কারা যেন আসে
যাবার তরাসে
ছোঁবে বা ছোঁয়াবে
কোন ভরসাতে বন্ধ করেছি তাই
কোন সীমারেখা ঢেকেছে তোমায়
প্রাণের গভীরে অথবা
হেলায়
চেয়ে আছ পিছে ভালোবাসা মিছে
মালাটি তুলেছ বিঁধে আছে ক্ষোভ
ঝাপসা হয়েছি দূরাশায়
দুয়ো দিয়ে গেলে "চোখ গেল"বলে"
কিছুই দেখ না দৃষ্টি হলেও
অন্ধতা দিল প্রকৃত চোখের হদিস।