এক
****************
শতাব্দ পেরিয়ে
এক একটি চ্যাপ্টার ঢুকে যাচ্ছে
পীচবোর্ড মোড়া
শব্দ শিবিরে , পূর্বের ধ্যানরত
ঋষির মত নির্বিকার -
অর্ধেক ক্ষয়েছে ঘুঁণ পোকার
লালারসে, সেখানে মুখ চুবিয়ে
তুলে আনছি অদ্ভুত রোমন্থন -
বাকিরা গৃহস্থের
কড়া নেড়ে জিরিয়ে নিতে চাইছে
কিছুটা ঘরোয়া কায়দায়।

ইমেজটি নিয়ে হৈ হুল্লোর আর গিমিককে
কিছুতেই বসানো গেল না বেদীর কায়দায় |

          দুই
******************  
অভিকর্ষ অথবা গতিসূত্রে ধাক্কা লেগে
ফের ঘুরে ফিরে কক্ষপথে ফিরে আসা , এটাই সত্যি
মাঝে কিছুটা ভ্রমসূত্রের সন্তরণ
ডিঙি অথবা নৌকোটা ওল্টালে, হাপর বেঁধা বুকে
বেমালুম মিথ্যে বলি 'ওই বুড়োর কেরামতিকে |

            তিন
******************
চুম্বন থাক বা না থাক ভালোবাসার দৈবর্ঘ্যে
নুন,মশলার ম্যরিনেড আর
কোলস্টেরল বর্জিত সয়া তেলের
জমজমাট রেসিপিতে
ঘন্টা দু'য়েক মজতে দিয়ে রসমের হাড় ছাড়াতে
সকলেই পারেনা | চেখে বোঝা যায়
পৌরুষ কি জিনিস !