খসে গেছে বাকল
মুখ জুড়ে অর্থনীতির প্রশ্নোত্তরে
এগিয়ে আসছে
নৈরাশ্যের জনতা,তৈরী হও
উঠোনজুড়ে তখনও " হালুম "
ডাকের ময়না তদন্ত-
জ্যঠামশাই খাজাঞ্চি খুলে গননায়
বসলেন l এ বৎসরের
বাকলটা ডিজিট্যাল হোক্ I
ছড়িয়ে পড়ছে খবর
ওঠাপড়ার !
তিনপাত্তির শেজ জুড়ে লোকালয়
ধরে আছে খাবারের স্তূপ
বশীভূত খিদেগুলোয় ও
চড়বে ডিজিট্যাল নব্যায়ন
গুদামে মাংসের বাটি হাতে ছিদাম আবার
বহুরুপী হল I