এক
সময় হারানো সবকটি বেলা
মুছে গেছে তারণায়, গম্বুজ সেজ্
একদা যা ছিল প্রাণিত অতীব
জল বায়ু রোদে উদ্দাম খেলা।
নেই সমারোহ জৌলুসগুলো
নিভেছে দেউটি ছত্রাক ভরা
কতকাল তার পরেনি চিহ্ন
সমারোহ নেই কোন চালচুলো -
ভুলেছে প্রণতি চলে গেছে সব
ভরে নিয়ে সব রঙ জৌলুস
বিষন্ন বেলা তমসায় ঘেরা শুধু
শন শন ভাসে বিগত দিনের রব্।
দুই
ওভাবে দেখছ তুমি,পটিয়সী রাধা
যেভাবে আমায় দেখেছিলে, জৌলুস চোখ
ছিল বলে আমারই আঘ্রাণ
পেলব নদীটি বয়ে যেত
শাড়ি ঢল্ বেয়ে কাঁখ জুড়ে স্রোতস্বিনী ঢেউ
আজ আর প্লাবন আসেনা
খোয়া গেছে তন্বীটি পলেস্তারা তটে
ছিপছিপে ঢেউ জুড়ে
বিস্তীর্ণ বালুতট, কর্ষ শেষে অনাবাদী
তাই বুঝি গুঞ্জরণ
অন্য চোখে রৌদ্র বুনে রাখা !
তিন
ক্ষয় হয়ে গেছে বিস্তীর্ণ রুপটান
জল রংয়া উর্বর ক্ষেত, উদ্দীপনা নেই আর
টগবগে সুখ - থেমে গেছে একে একে
নিয়ে গেছে, সর্বস্ব ছিনিয়ে
একক আঁধারে প্রেমহীন কে জ্বালাবে শিখা
কে দেবে আড়ম্বর পাতে
পূর্তি শেষে -
নাড়া দিয়ে যায়
বাড়ন্তের ক্ষুদ কুড়া
চৈ চৈ ডাক !