কিরীটি পর্ব
জবানবন্দি ফেলে সব জলপথ
সাক্ষ্য ছুঁয়েছে আজ
পুষ্করিনীর পাশে পরে আছে
সেই কামায়ুধ অপরাধ
বেলা শেষে চলছে তার নিষ্ক্রমণ
লাঠি হাতে প্রশাসন
দিয়েছে ঢালাও পর্ব
নগরপালের উচ্চাঙ্গে, রিবেট বেলুনের
আততায়ী ভোগবাদে
বিশ্বাস করি না আর !
ক্ষুধা পর্ব
দেবতাও ভোগবাদী
দরিদ্রের মঞ্জিষ্টা ফেলে ধনের কাঁচুলি
শিরোনাম নিতে
বসে আছে ময়ুর কেয়ুরে
উৎসর্গ চলে যায় ভরন্ত বুকে
পথপ্রান্তে __
জাগতিক দুধ আর
পাশবিক ক্ষুধা !
নিবৃত্তি
ক্ষুধাগুলো অহেতুক
দৃষ্টি চোখে গোলাকৃতি মুখ
খোঁপা খুলে ধূলায়িত
কার্নিশ বিছানা এলে
লজ্জা তবু এঁটে রাখে
মানুষ গরাদ !
নির্বাচন
আমারও পছন্দে রাখো
কেয়ুর আলোক' ছন্দোবদ্ধ সুর,
সন্নিবন্ধ মালা _
অমানিশি চাঁদে অজস্র বিবাদ
থাকনা নিশিপদ্মে রেণু হয়ে
পূর্ণিমা শাড়ি আর
নিরিবিলি তটে থাকুক আমার
একচ্ছত্র ঢেউ
আমারও পছন্দ থাক্
জমা খাতে সূচীবদ্ধ হয়ে __ I