সেই সে শালিখ হলুদ ঠোটের
রোজ এসে কাঁচ ঠোকরায়
পুরুষ কি স্ত্রী ! কি-জানি কি খুঁজে ফেরে
কিজানি কি চায় _ রোজ আসে যায় !
লাইট পোস্ট ভালোবেসে
দিয়েছে প্রশ্রয় উঠেছে মাথায়
কচি দুই ছানা আর স্বামী সংসার
রোজ লাগে খিটিমিটি
রাতদিন কত কাজ
সময় হয়নি বুঝি ফিরে দেখবার !
ওপাশের তেতুল শাখায়
সুন্দরী সেও এসেছে নতুন
আহা ! কি মিঠাস প্রণয়
প্রতিরোজ তা-র তাও সাক্ষ্য শুনে নেয় !
কাছে ডাকাডাকি হরেক ধরণ
সরগমে ছলা কত সমর্পণ
বুঝেছে পাখিটি _ ওই ত্রিযাপন কালো মেঘে
সংশয় বুঝি সর্বনাশ
হৃদয় ভরেছে ওর ঘন অবিশ্বাস
কাঁচের ঠোকরে কতভাবে নালিশ জানায় !
পোস্টের প্রবঞ্চণ
নির্দয় নিদারুণ, অনূড়ার প্রতি সমর্থন
ঘোড়ে মাথা বনবন
কষ্ট কি নিদারুণ উড়ে যাবে ভাঙবে সংসার
নালিশে নালিশে তাই
কথার বিরাম নাই _ বোঝে কে তা কোথায় স্বজন!
বুঝে আমি খুলে দিই কাঁচের আগল
মাথা নুয়ে স্বাগতম্ নালিশ অনর্গল
বলেছি ঠিক আছে পাখি অর্ডার যখন
ঠুকে দেব ফৌজদারী মামলা যখম
আহা কি প্রত্যয় ওর ইহ সমর্থন !