চর্চা চলছে চর্চা
কে কত কেড়েছে
ঝেড়েছে কত কে
তুমুল পরিচর্যা
চর্চা চলেছে চর্চা I
সামনে পেছনে
ডাইনে ও বায়ে
কার কত ছাড়্
মুলুকের গায়ে
জোর কত কার
তুমুল পরচর্চা, চর্চা চলেছে চর্চা l
নিন্দাকারের জয় জয়কার
পেছন হটেছে বাস্তব
খুলি ফেরে মাথা ছিন্নভিন্ন
তথ্য মিলেছে আজব
চর্চা চলেছে কে কত প্রবল
কার কত দর
কত কার লাজলজ্জা
চর্চা চলেছে চর্চা,তমুল পরচর্চা I
কোনখানে কার
কতটা প্রমাণ
কার ভাগ বেশি
কমটা যে কার
কে ভগবান,শয়তান কে
কারা পটকায়,পটকাবে কে যে
সবটার পরিচর্যা
চর্চা চলেছে চর্চা,তুমুল পরচর্চা l