ঝড়ে যায় কিছু উল্কা ছেয়ে থাকে
জীবনের পরে, প্রদাহী নদীর মত খরস্রোত
জমে জমে জন্ম মৃত্যু ক্ষয়.....এও এক
পবিত্র সমাধি I
প্রপাতের গায়ে খড়কুটো
তামাম জঞ্জাল
একইতো ঠিকানা, বিশুদ্ধতার শাঁখে
ওঁং মন্ত্র শুদ্ধ গঙ্গাজল I
নিশিগন্ধা পাপড়ির উন্মুক্ত চিবুকে
যে হাতে বিদ্যুৎ খেলে,রতিবৃন্তে তার
বয়ে যায় বৃত্ত সুখ
ঘামরস প্রলেপের একরাশ দাগের উপর I