এইমাত্র আমার
জন্য বসেছিলে
আমারই জন্য, দৃষ্টির কিছুটা ছিটিয়ে দিয়ে
বসেই রইলে সহসা _
আমার প্রাত্যহিকী থেকে
খসে যায় একটা সুন্দর উৎসাহ
বিনিদ্র রাতগুলো একত্রে
কটাক্ষে খেলে
তলিয়ে যাই নিশি ডাকের
অন্তরালে ' একটি মুখ অবিকল
কোন ইশারা নেই, নির্বাক টলটলে
সাগরের মত মোহের
পাপড়ি মেলে, দৃষ্টি এসে বসে
আরেক আমার মত
ঝাউবন,কাশবন পার হয়ে
অনাবিল শালগুড়ি ছাওয়ায়
অগনিত মুখের ভীড়ে
আমি খুঁজতে ব্যাস্ত
সেই মুখ !
পরাগসংযোগ হবে বলে
যেখানে বিভাজন চলেছে মৌমাছির
তুমি মৌন তপস্বীর মত
বিভাজিত ,অসংখ্য ডানায়
প্রজাপতি এনেছ কিছু
ফুল ফোটাবে বলে _ আমি
ওই ডানায় মজবুত করে
লিখেছি সেই নামটা,জানি উড়ে যাবে
তবুও !
এ ফুল সে ফুল ঘুরে
এসে বসে ' আমারই টবে
পিঠোপিঠি _
তোমার জন্য
ফুলটি ফোটাবে বলেই _


*অনুবাদ কবিতা