কি নেই -
দরবার থেকে
মিছিগিনি ছক পর্যন্ত
অঢেল জোযনা
চাইলেই
কৌমবতী, সর্বাঙ্গ জুড়ে
চতুর্দশী আলোয়
ঝলমল করে উঠবে -

বুনোঝোঁপ ঝাড়
ঐহিক তন্ত্রে জবাই চলেছে
শ্রেনীদ্বন্দের ,
মৃত পরে আছে
একরাশ বোবা অক্ষর ।