দেওয়াল বিশ্ব আর ঘর মহাকাশ
স্বজনের মাঝেই বিবিধ সহবাস
দিনের সূর্য আর আঁধারের গ্রহ
মিলেমিশে জাগতিক ঘর সৌরগ্রহ
হৃদয় আলোকস্থল বৈদ্যুতিন কোষ
মুখের আদলে তার সত্য উৎকোচ
অখন্ড জগৎ মুড়ে বিশাল প্রণেতা
রেখেছেন জীবনের সূত্র বাস্তবতা
ব্যরিকেড,মাক্স পৃথিবীর আবরণ
লজ্জা ঢেকেছে প্রগতি সন্দিহান
ধর্ষণ কাম ঘাতকেরা ঊন্মুখ
সমুখে সাজানো অস্ত্র বিষ্ফোরক
লুব্ধ হয়েছে বিভেদকামীর দল্
নখড় আঁচড়ে ভেঙে গেছে শৃঙ্খল
ভুঁয়ে পড়ে আছে ত্রিবর্ণ গর্বেরা
গৃহের ভেতরে গৃহীরা ছন্নছাড়া
মায়ের আঁচলে পৃথিবী অনিশ্চয়
জোড়াতে পারেনি ভায়ে ভায়ে সংশয়
খুনের রক্তে দেবতার মহাভোজ
পৃথিবীর তলে মহা মানুষের খোঁজ
******************************
**ভয়াবহ করোনার সময় লেখা