সেই সমাজপতির নিদেন
নিতান্ত কাট ছাট করে জিইয়ে রাখা হবে
হোমবৃত্তের প্রপঞ্চগুলো,যদিও
অন্যের জ্যোতিতে সে এখন দিব্য আলোকিত
খুঁজে বেড়ায় নিশ্চিত উৎপীড়নের বিলাস
তুমি দু:খ কোর না উৎস্য
কাদরীর মত একটা খোয়া পাতায় লিখে রাখব
চিরন্তন বেদনাগুলো,মনিষীদের ক্ষোভে
জ্বলে উঠবে অঙ্গার,কালো ধোঁয়ায় ছেয়ে যাবে
ধূরন্ধরের বিষদৃশ শলা -
একে একে তূণ গুজে ওদের সম্মোধন করবেন
নিরাবরণ সম্রাজ্ঞী মেহেরবাই
পাশেই চামুন্ডার বিজয়োল্লাসে আমোদিত
সমাজপতির একতান্ত্রিক শৌর্যালয়ে ঝড়ে পড়ছে
রাশ রাশ উপঢৌকন
আমি এখন সম্পূর্ণ নি:স্ব উৎস
কোন প্রপাত নেই আর,মাছি ভনভন
ওদের একক সাম্রাজ্যে
বয়ে চলেছি 'আজব' উপাখ্যান !