বর্ষা কেন সাজ পরেছিস কালো
কনে দেখার মেঘ যে আড়াল হল
আমি কি তোর জনম শত্রু বলে
এই অসময় ভিজিয়ে দিলি জলে !
সেতুর পারে পদ্মা দিদির আঁচল
ভরিয়ে দিলি পান্না হীরে চুনির__
আমার সেমিজ কাদায় একাকার
বদলা নিলি কোন্ জনমের বল্ !
চোখ বেয়ে যায় কান্না জলস্রোত
ভীষণ রকম মনখারাপের ঘটায় --
তুই কি তবে সতীন হলি শেষের
বুক ভাসালি বিষম বজ্রচ্ছটায় !
একসা জলে ডুবিয়ে দিলি ঘরও
দাঁড় করালি একলা অন্ধকারে
সবাই যে যার দোর দিয়েছে ঘরে
আমিই ঠায় অজস্রোতের পরে !
ছাদ জুড়ে ঐ উর্মিমালায় নাচ্
হরেক গানের সুর চলেছে দুলে
বৃষ্টি পরে হাত পেতেছি দ্যাখ্ __
বানভাসি এক ব্যার্থ কলরব