আহ্বান ! সবটা হার্দিক নয়
এলোমেলো যখন তখন, তথাপি জীবন যখন
ঘনঘোর অনিশ্চয় - প্রশ্ন থেকেই যায়
সংশয় বচসা,কতটুক পেরিয়েছি সিংহদুয়ার
কতটা মোহানা, কতক্ষণ আরো
বিদ্ধ হয়েছে এই তাপ !
তার আমার বসতির বিস্তর ব্যবধান
অবসরে ঘন্টা মিনিট,ভালোবাসা ডুবে গেছে
রজনী বিলাসে - চোখ জুড়া কার্পেটে
তন্বী বেছানো, ইশারায় সবকিছু জোটে !
আহ্বান ! সবটা কাল্পনিক
ধূ ধূ পথে স্বার্থ জড়ানো
আসা যাওয়া গূঢ় কিছু
আছে'তো নিশ্চয়ই, জল চোখে
এ দেহের খনন হয়েছে, হয়নি তো এ যাবৎ
প্রণয় বরণ !