বন্ধ্যা করে দাও.........

চৈত্রের মত রোদে থাক কিছু উত্তাপ
কিছুটা বাঁচতে চাই
এখনও পূণ্যলোভা মন
চলন্ত পথ ছুঁয়ে সটান থাকতে চায়
জীবনের আড্ডায়
কি জানি কখন ঝুঁকে পরতে হয়
শেষ পারাণির ঘাটে
কখন থেমে যায় ঐহিক
ইচ্ছেটুক
শেষ কথা অকপট হলনা আজও
স্বচ্ছ হলনা লেনদেন
চলে যাওয়া ঘিরে জটলাগুলো
টাঙিয়ে দিয়েছে রোদ্দুর
তার তলে মহরা পেতেছি
গোটাকয় সমাজের লাশ
পূতিগন্ধ চেপে শুধু
বাঁচা মর‍া খেলা
রোদ্দুর আঁকড়ে রয়েছি
নাছোড়বান্দা গিড়োয়
জীবনের নৈতিক কাঠগড়া
জহ্লাদের কব্জার
জলন্ত চুল্লি,আমি আর আমার
অনাড়ম্বর আবাহন

বন্ধ্যা করে দাও
এ আমন্ত্রণযোগ..............I