সংসার বন্ধণে নিরক্ষর আমি
পেটের সারার্থ বুঝি - বারুদে অথবা
ভাগারে, শকুনও চোখ মারে,
গলিত কলিজায়
ওর রাষ্ট্র, দু পাখায় কায়েম করেছে
রাষ্ট্রনীতি
অনামুখো এই আমি যাই কোথায় -
সবখানেই বালাই পেট
গেরস্থানেও শেয়ালের জায়গির
আধপোড়া ঘিলুটা নাভিটায় পৌরহিত্য
শ্মশাণেও ,
অধস্তনের এ তুচ্ছ অবরোধ
শোনে কে বলতো -