ভীষণ যখমে উড়ে গেলে হাত
পিষে দিলে এ বুকের ঘর, তুমি কি নেবেনা
ছোঁবে না হৃদয় -
দলে গেলে পাও থ্যাঁতলালে
দু' চোখের শোভা '
খুলে গেলে সন্ধির ধাত্ উরুর করোটি
পাঁজরের বিক্ষত উপাচার
বলবে না প্রিয়,দেখবেনা ফিরে এ হৃদয়ে
কবে কার নাম লেখা আছে _
খুলে গেলে দামী আভরণ
ঝড়ে গেলে গাল ' চুলের খেলানো দোল্
রং জৌলুস' বলবেনা কিগো
প্রিয়তম ওগো ' তুমি যে আমার !
কোঁচকালে ত্বক্, দারুণ আঘাতে
মনে কর ক্ষয়ে গেছে হার্ট
গোঙানিটা ঢুকছে না কানে, ধপ্ করে
সরে গেল বিভব দুয়ার ' নেবে না
যতনে, বলবে না ওগো প্রিয় _
ভালোবাসিতাম '
আচমকা পিষে দিলে ট্রাক
প্রত্যঙ্গ নেই আর অভ্যর্থণা ছাড়া
সম্বল এ মুখ ' ডাকবেনা আর
জড়াবে না প্রিয় বলে ' চুপ করে
বসবে না পাশে অধীন স্বভাবে?