জানিনা ঠিক প্রথম কখন শুরু
প্রেম আসে যায় বর্ণিত এই মন
কখন তুফান ঝঞ্ঝা কেমন আসে
দু' এক কলি গুনগুনিয়ে কারু
দুলিয়ে দিয়ে হৃদয় এলোমেলো
কে যে কখন ছোঁয়াচ্ লাগে মনে
কোন আসনে কার যে অধিষ্ঠাণ
বলবে হেসে হৃদয় দুয়ার খোলো !
প্রবল ছায়ে তুফান তখন ঘেরে
প্রেম যখনই হারেম জ্বালে কোথা
কোত্থাও নেই একটি হৃদয় যেন
মৃত্যু ছোবল খলবলিয়ে ফেরে |
নি:শ্বাসে বিষ হল্কা প্রবল চোখ
কে দাঁড়িয়ে? তোমার প্রতিচ্ছবি !
মারছি বিবেক মিত্র ছিলে যেজন
ঠিক জানিনা দু:খ নাকি শোক -