বর্ণ অক্ষরে একটাও
কিচ্ছু নেই ,খুঁজে পাচ্ছি না আমি
ছোট্ট ছানার মত
একনিষ্ট নিবিষ্টতা
গভীর দু:খে যেমনটা ছিল
সেই শিশুকাল -
কি করে যে বলি, তিন সপ্তাহ ধরে
কথা রাখল না সে যুবক
আসছি বলেও উধাও হল যে
তার কাছে আমার হৃদপঞ্জর,
চাবি খুইয়ে দিকভ্রান্ত সে ও
নিভে গেছে ছূচিভেদ্য হৃদয়
সমস্ত কাব্যিক আস্তরণ থেকে।
বৃক্ষ সাজিয়ে ঝঞ্ঝা দেখতে ব্যাস্ত
কালের প্রগতি
হৃদয় কোটরে কেবলই অর্বুদ
ফুল ফলে সবটাই হতাশা।
একটা পলকা ছুঁতোয় আটকে রয়েছে
সম্পর্কটা, ছাতনাতলার ভূর্যপত্রে
শুধুমাত্র মেয়ে মানুষের উপাখ্যান হয়ে।
দেশ,কাল্,সমাজ,রাষ্ট্রের
আঙুল পেছন দিকে নির্দেশিত অর্থাৎ
এক তৃতীয়াংশে তোমার
তথাকথিত ভ্রষ্টযোগ, পচন ধরেছে সমাজে
পেছনে হাঁটছে গতি
ভ্রষ্ট,অচ্ছুৎ বললেই কি
গঙ্গাসহ বৃন্দাবনের ধারা উর্দ্ধমুখে বইবে-
কেমনধারা বদনাম এ