আমি বিষন্ন হয়ে যাচ্ছি
মঞ্চতলে মাথা রেখে ওই
নৈবেদ্য ফুলকে
ফেলে দিল পদ্মার জলে
আমার মৃত্যু হল মা '
এইবার পূণ্যি শেষের
পর্ব গুলোকে ক্রমান্বয়ে জুড়ে দিই
নাভিমন্ত্রের পরমযন্ত্রে
এখানে বৈকল্য জমেছে
নামতে নামতে ক্রমশ:
শবগন্ধ হয়ে উঠি
চতুর্দিকের বারুদের ঝাপটায়
মুখটা ঝলসে উঠছে ফের
রোম ইমারত অস্থি চর্মের মত
খসে পড়া স্থাপত্য
ওহ্ মিশরীয় হয়ে যাচ্ছি
খেমটা সাজাই আয় _
ঘোমটা টাঙাও মা
ঢেকে দাও কালচক্রের নৃশংস কীট
বিষন্নতা জুড়ে আমাদের ঘরের
দু'চার হাতা ধবধবে ভাত
উবে যাওয়া বাবার শেষ যন্ত্রণার মত
আর্তনাদ করে উঠুক _
আমায় মানুষের কাছে যেতে দিন প্লিজ্
অন্তত মৃত্যুর আগে একবার।
একটা সাক্ষীর কাছে যন্ত্রণা লিখে জমা দিন
উৎসন্ন কমিটির বিনীত প্রার্থণা
তুমি সবটা শুনো না মা, আমি আমার
অষ্টমীর নৈবেদ্যটা জলাঞ্জলির গর্ভাশয়ে
ঢেলে দিয়ে এলাম।
সেখানে প্রণামী শুদ্ধ
সংক্রমণের গুপ্ত তথ্যগুলো ক্রমশ: মিলিয়ে
যাচ্ছে সব I নি:শব্দে বদলে যাচ্ছে
প্রতিপার্শ্বিক বেশবাস I
আমি বিষন্ন হয়ে যাচ্ছি মা I