একটা গাছ, শিশু বৃদ্ধ যুবা
যে কেউ হতে পারে, অনায়াসে !
বাতাস ছায়া শান্তি অমরত্ব
এমনকি অবিকল মনুষ্যত্ব নিয়ে
গেড়ে বসতে পারে
যে কোন প্রাঙ্গণে, বর্ষাতির সুদীর্ঘ
ছায়া হয়েও প্রলম্বিত
করতে পারে অ-প্রশস্ত মানুষগুলোকে
এক রাত্রে
নেমে এসেছিল ডালপালাসহ
সমগ্র প্রত্যঙ্গসমেত !
বুনো ঝোঁপ ঝাঁড় গুল্ম লতার অকৃত্তিম চাহনি
আর উদাত্ত আকর্ষে মোহিত
বিদেহী কোটরে অবস্থাণরত তখন
এক অ-প্রকৃতিস্থ উড়ো ঘাস আমি !
চতুর্দিকে আকর্ষ ছড়িয়ে ডাকছে
আয়' প্রলম্বিত হ'
দিকচক্রবালে ঝঞ্ঝার বেগ
বুনো মেঘ কাটিয়ে আমি ওর আকর্ষে প্রাণ
ঢেলে আছি নির্বিঘ্নে I