তবু এই বকূলতলার বেদীতট
জংলার মরুভূমে
বধ্যভূমের বালুতট
নিশ্চিত মৃত্যুভয় ফেলে দিয়ে
ফিরে ফিরে আসি, বীণা ফেলে দিয়ে
নুইয়ে থাকি বিজ্ঞের দেশে

তট ছেড়ে উঠেছি তবুও মৃত্যুগন্ধ আসে
প্রত্যশিত প্রেম বেয়ে,
শোক তাপে ঝিমিয়ে রেখেছি
রাশ রাশ পুঁথির আগর
বই থেকে নেমে আসে ভয়,নেমে আসে
বেড়ে ওঠা জাগতিক ভ্রম
বড় ভয় সত্যাদ্রষ্ট জংলায় স্বর্গভ্রম

নিলীমায় ভেসে থাকা কমলা আলোয়
এসে বসি তীর্থ ভেবে
সারে সারে কৃত্তিম মুখ বর্ণহীন পক্ষের মত
জাঁকিয়ে রয়েছে
শব্দহীন তুমি বসে আছো শেষ সম্রাট
আচ্ছন্ন অন্ধকার তটে
হাঁতরে উঠেছে তোমার জ্যোৎস্না
আমিও নেমে যাবো জংলা আড়ালে
উপশয্য পেতে নত হব বারংবার


শেষ হলে বিদ্বেষ হিংসা ক্রঢ়তা
চলে গেলে গুপ্ত আরোহী
ঘাতকের উল্লাস অভিযান
রক্তের হলাহলে, শিশুটির নবজন্ম
ছেলেদের অভিষেক
মায়েদের পূণ্যগর্ভ সন্তান জন্মালে
তুলে নেব আরাধ্যিত বীণা.....