কামের অজুহাত আর উদ্গীরণ
নেপথ্যে ঘাতকের নির্লজ্জ ইঙ্গিত
চৌকাঠ আড়াল নেই আর, সেজবাতির মুজরোয়
দৃষ্টি আর ভাবের ত্রিমোহন কৌশল
আজও অনবদ্য
পৌরুষ শুষে সমৃদ্ধ মধুপাত্রে
ক্ষয়ে চলা দেশ কাল
ফাঁদ পাতা বক্ষে একরাশ মৃত্যুগন্ধ লেগে
উন্মুখ শকুনী আজ
বড়ই শান্তিকামী
রাত্রির ট্যোটাল টেনিসের সিরিজে
চতুর্মাত্রিক এসে দাঁড়াতেন রাস্তার মধ্যিখানে
ক্যসিনোর চ্ছটায় অধীর হয়ে
বরিশার ঘরে খিল এঁটে একে একে
শুরু হত যৌনতার পাট্টা বিলি
উর্বশীর পঞ্চকলায়
বিমুগ্ধ ঐতিহ্যে টান পড়লে
রম্ভাও বাড়িয়ে দেন
প্রজন্মের কাঁধ, রসকলি চুঁইয়ে নামলে
নাক মুখ ঠোটে
সর্বস্ব চেটে নেন মোক্ষের কৃতী