আমি শূদ্রের ভাই, মুচিদের ঘরে অগাধ রেখেছি
আর্তের কলরব, আঁওয়াজ তুলেছি
দেখেছি যেদিন হিংস্র বুটের দল
ছিন্ন ভূমের ঘর , ভেঙে দিয়ে গেছে
কষাঘাত আর বিত্তের কোন্দল
পিষে মেরে গেছে ভেদাভেদ আর
জাতপাত রেষারেষি। উস্কে উঠেছে রক্তের গতি
আমাদের সন্ততি

ধূলামাটি এই ভূম , প্রশ্ন করেছ কার ?

সহোদরাদের অশ্রুসিক্ত শ্মশাণের দাহগুলি
পথে নেমে গেছি , তোমাদের নিয়ে
দেখেছি কি পরাধীন, জাতভেদ দলাদলি
লুঠেরা সমাধি পরে , বাংলার শব গড়ে

লিজিয়ানা বোন আমার
রেজিনা, খাতুন জুটি মিলে গেছে ঘরানায়
ফাদার জোসেফ আজও মোম জ্বালে সন্ধ্যায়,
ইদগাহে আজও একই সে আকাশ তলে !

সেই সে মহাক্ষণ ! চির শ্বাস্বত বানী বলে

এক আঘাতেই খসে পরে গেল পুরাতন সে বাকল
একটাই তার ঘর জীব আর ঈশ্বর
বৃহৎ সৃষ্টিতলে ------
মানুষ আর জীবে এভাবেই খেলা চলে !