গুমোট হল আঁধার জুড়ে সবকটা মেঘ
নিভল আলো ঘোর তমসা আকাশ পটে
রাত্রি দিনের হরেক কথার বোল ফুটেছে
জলের ডগায় আঙুল তোমার সন্নিকটে
কি নিদারুণ মন মেতেছে তোমার আবেগ !

একটা দুটো ঝাপটা এসে লাগল চোখে
ভিজল শাড়ি আঁচল খোঁজে অন্য সে কার
জড়িয়ে আছো মেঘ পিওনের সৃষ্টি সুখে
তোমার কথার সবকটা স্বর সব কবিতার
ঠিক তখুনি বান ডেকেছে এ বাঁধ ভাঙার !