সংস্কার শেষে প্রেম এসে ছুঁলে হাত
যে কোন সীমানা চার দেওয়াল মনে হয়
সেজে উঠে মনের ভেতর
নীড় ভাঙা ভবঘুরে পাখি
এটুক আশ্রয় চায়
খড়কুটো ঘরে স্বপ্ন সাজিয়ে
ওম ভাঙা ডিমের ভেতর !
জন্ম মৃত্যু নিয়ে অবাধ্য এ তাগিদ
রকমারি গিরোয় কষে এঁটে রাখা
এর তার ছায়া পরে
যদি বিভ্রান্ত হয়,অবরোধ,হরতালে
না আসে দিনক্ষণ, চিঠি যদি না পৌঁছয়
কালো ছায়ে আঁধার ঘনায়
যদি ফিরে চলে যায়
বেদনায় ভারাক্রান্ত হলে
কতটা নিশুথ হয় গভীর আলোতে,
কে তাকে বোঝাবে !
সব গিরি খন্দ ভরে অবাধ্য জঞ্জালে
ডুবুরিও পারে না ফেরাতে
ঝলমলে সে সকাল
রাত্রি ঘনায় শুধু রাত্রি ঘনায়
ম্লান রৌদ্র রাত্রি ঘনায় !!
পাখীটাই পেরেছে বুঝিতে