ক'জন বল এমন বাঁশি বাঁধতে জানে
অথৈ সাগর ডেকের পরে শেষ প্রহরে
ভোর হয়েছে হয়তো শত উদ্দীপনায়
বংশীবাদক আনমনে ওর বাঁশীর তানে !

মিলন প্রহর যুবকটিরও দারুণ জুটি
দিনান্তে ও ডেকের পরে ড্রইং পেজে
হয়তো তখন প্রথম বাধা শৈলশিখর
কেউ জানেনা কখন কোথায় কার যে ছুটি !

হিংস্র যখন বারুদ নলে উপায় খোঁজে
হয়তো তখন বৃদ্ধটিও ওমের ভাজে
আকড়ে জীবন একটু বাঁচে আলিঙ্গনে
হয়তো তখন জীবনধাপের শেষ সীমানা !
  
জীবন যেন রাজ রাজসি কি আয়োজন
ঢালাও ভোগের কোর্মাসহ নেশার রমণ
খুশীর তোড়ে জোয়ার আনে বন্যা আনে
কেউ কি জানে শাপ থাকে সে বাঁশির তানে !

সেই ভায়োলিন তন্ত্র যে তার সেই আবেগী
টলছে ভূভাগ নেই ক্ষমতা জল ও স্থলের
আকাশ বাতাস ভুগছে দারুণ আশঙ্কাতে
শেষ প্রহরের হয়তো সেটাই বাদক জানে  !

ক'জন বল এমন বাঁশি বাঁধতে জানে
ডুবছে জেনেও খলবলিয়ে হাসতে পারে
রঙীণ চুমু ওষ্ঠে প্রিয়ার শেষ সমনে
হয়তো কোথাও শাপ থাকে সে আলিঙ্গনে !