এখনো বসন্ত আছে
হৃৎপিন্ড ওঠা নামা _ অজান্তে বেড়ে ওঠে
কিছু , কি এক অভাব
কুরে কুরে খাওয়া, রাতদিন
সমুদ্র ভাঙা গড়া,মনের ভেতর
বুকের ভেতর , এ যেন
রোদন, এ নির্জণে হাত রাখে
শুণ্যতা শুধু , তীব্র হয় ক্রমাগত আরো
চলে গেছে নোঙরেরা
ঝড় ওঠে ভেঙে যায় যাবৎ স্থিরতা
একদল ঝোপঝাড়
উন্নত আকর্ষহীন বুনে রাখে
সীমিত ধান গম - বর্ষার জল।
বাসন্তি শাড়িতে সীমানা টাঙিয়ে
এঁকে দেয় উল্কি মন্ত্রপূত:
বিক্ষোভ বুকের ভিতর, দানা বাঁধে ক্রমে
সমারোহ নেই , হাসি গান ?
মুখ ভার সেও যায় ফিরে , আষাঢ়ে বদলা
নেবে বলে বজ্রগর্জ মেঘ
চমকায় , কত রুপে কত ভাবে
বারণ, শাসানি ! একদল উল্কি বিকেল
আকাশ রাঙিয়ে আবারও
বাসন্তি খেলা করে _ টের পাই বুকের ভেতর !