ভাঙা কৌটোটা ভাসছে জলে
ওতে সিঁন্দুর ছিল,গতবারের রথে-
সোহাগ করে
দিয়েছিল সিঁথি রাঙিয়ে
বাঁচাতে পেরেছি কোমর জলে নেমে !
সবই ভাসছে অগাধ স্রোতে
কৌটোটিই কেন শুধু ___
সতীন বলে মানিনি
সাঁতার জানার কৌশলটা রপ্ত আছে যে
পা টললেও দু হাতে ছড়াতে শিখেছি --
স্রোতের কৌশল !
চোখে চোখ রেখে দাঁড়িয়ে
প্রশ্নটা দিলাম সটান --
আমি এই ঘনঘটা বদলাতে জানি
আমিই -
উপুর হয়ে রইলুম স্রোতের পরে।