তোমায় না দেখলে
বৃথা যায় এ দিন
ধূ ধূ চুলা, তাপ উত্তাপ নিহীত থাকে
উপবৃত্তের ঘরে , সেনসেক্স
নেমে গেছে, উদ্বায়ী পথ জুড়ে
নির্লিপ্ত মাথার ভীড়
আমার তোমার নিরঙ্কুশ বায়োগ্রাফে -
ফুলে ওঠা উদ্যত পেশি
ঘিলু ফুরে, পুঁতে রাখা রাজ্যনীতির লাশ
কামড়ে খুবলে নিই
যাবতীয় বালখিল্য নিজের
হেসে বলি না না ও দানায় ব্যারিকেড
শেষ দেখা রয়ে যায়
ফিরে যায় হু হু বুক।
বলি, থেকে যাও এভাবেই এ সব জরুরী খুব
এ মাথা ও মাথায় সবখানে
আগুণ এখন !
আপু আর কত ওঠা নামা হবে ?