ভাঙণ ঢেকে সাজ পরিয়ে রেখে
ভাবছ নিজের ছল্ চাতুরী খানা
ওই আলোতে আঁধার আছে মিশে
আদত কথা সত্যি বলাই মানা
অল্পেতে যার ডানার বাহাদুরি
উড়ছে নিশান হরেক ডানার মানে
ঝিমিয়ে গেছে উর্দ্ধাকাশের যারা
চোখ রাঙালো পদধূলির দানে I
যে সবখানে মুখিয়ে আছে জোয়ার
ভাটির থানে ধ্বস্ নেমে যায় বেলা
উপবাসীর পাত পরে রয় মিছের
দিন ফুরোলেই বেহাল নদীর খেলা
বুদবুদে যার থমকে থাকে প্রহর
জীবন তাকে হাইফেনে দেয় খোঁঁটা
আকাশ থাকে সবার মাথার পরে
সে ভাবে ঠিক নিজের সারার্থটা I
সব ঘিলুতেই মগজ আছে সাজা
কম বেশি কার টানাটানির বেলা
খেই হারিয়ে কেউ বনে যায় রাজা
কারো আবার সেপাই সাজার পালা
আসল রাজা থমকে আছেন ভয়ে
কম কিছু নই ভাবছে যারা মনে
মুচকি হাসি দ্বাপর ত্রেতা কলির
আমরা আছি যুগ বদলের সনে I