প্রতিদিনের এই শ্মশাণ উৎসবে
কি দেখাতে নিয়ে আস তুমি , শহর সভ্যতার মৃত্যু
বন্ধুত্বের মৃত্যু, স্বজনের মৃত্যু, বিষক্রিয়া !
কতগুলি মৃতদেহের মধ্যে বসিয়ে রেখে
কি বোঝাতে চাও তুমি - ছেঁটে ফেলা
সংক্রমণের মত ক্ষয় হয়ে আসা থমথমে
বাড়ি ঘর শহর সমাজ !
ভোরের আলো ফোটে গনগনে ধোঁওয়ায়
পরস্পর শবের কানাকানি
ভারি হয়ে ওঠে বাতাস
তারি মধ্যে খ্যানখ্যানে হেসে উঠল একজন
ইস্পাতের বেড়ি জড়িয়ে রাখা হয়েছে তাকে
পাশের চৌকিটা ফাঁকা
কেন একজন নেই - চোখগুলো বেড়ে চলে
চতুর্গুণ, যে কোন ফুঁকোয়
বেড়িয়ে গেছে যারা শুয়ে আছে নিশ্চিন্তে
অদ্ভুত বাসরে -
কেউ কারো ব্লাড গ্রুপ জানেনা, তেরঙার একরাশ
থুৎকার - ঘরে দেওয়ালে পাতে
পিছ ফিরে শুয়ে আছে যারা
জোর করে টেনে আনা হবে গনগনে তাপে
কাগুজে ভেলায় ভাসছি আমিও
এই দাঁড়িয়ে থাকা আমি - ওই আমিকে দেখছি
খ্যানখ্যনে গলায় হাসছে শবটা
- এখানে বর্ পায়না কে - উ