আজ ওরা তোমার বৈধুর্য্যে নত
শীর্ষ উত্তরীয়ে লিখেছিলে এই সেই রাত
সে এসেছে সম্মত হয়ে। নতজানু দেখ
ক্রমান্বয়ে ক্ষয় হয়ে গেছে
কি দেখেছ সেই ছায়া খুলে,সে তো একই
রক্তগুলো বহেছে সমান
দুরাত্মা খুঁজে নাও কি বলে ধারায়
একই পথে চলেছে সমান, কারা ওরা
অনেক ত হল,কেন আর এ মূর্ত প্রতীক ধরে
খুঁটে তোলা জীবিত আধার
এই সেই উত্তরীয় অঙ্গীকার লেখা,রেখে যাব,
রেখে যাব আক্ষরিক ভ্রম
কিছু কড়ি, কিছু অশ্রুপাত, মরচে জড়ানো
প্রত্যয় পিছু আজ যারা লীন হয়ে আছে
গতদিন এসেছিল বয়ে
নত ছিল বিনীত প্রহরে,আমি যার ভূর্য্যপত্র রাখি
আজ ওরা আমন্ত্রিত,
অট্টহাসি তোমার সদরে !