দিগ্বিদিকে চলছে এখন বিক্রি বিবেক কাড়ার ধুম
দেশ মাটি ঘর কোন্ অনুচর মানুষ মাপে পরস্পর
কৃষ্টি গেল মূল শোষণে বাঙলা শোকে মাতৃ চুম্
কিনছে লোলুপ মারছে যারা বিশ্ব ঘাতের গুপ্তভূম !
ত্রিপুরা আর আসাম'বহে গুপ্তঘাতের বিষম রোষ
বাংলাটাংলা গুটিয়ে এবার পিন্ডদানের রাজ্য হোক্
উচ্ছেদেরই মন্ত্র জপে ভাকড়া নাঙাল চাষের রেশ
কাড়তে এল শ্রমিক চাষার ন্যয্য দাদন মুখ্য তোপ!
কি দিয়েছে থাল ভরা'তো বিক্রি বাট্টা অসম্মাণ
সব কেড়েছে পথ্যে এবার মানুষ বেচার অনুদান
শষ্য শ্যমল বাংলা আমার মা' বলেই সম্বোধন
চতুর্দিকে মাদল বাজে মার্ বাঙালির কূট কাচান !
বিষক্রিয়ায় ধুম লেগেছে জোতদারের পঞ্চকূট
ভিন প্রদেশে গন্য এখন হিন্দু খেদান দিন গোধূম
আপন ঘরে অন্য তুমি বাঙলা যেদিন উজার গ্রাম'
হারেম সেজে কাড়ছে লোলুপ অন্নগ্রাসী রাত্র ঘুম !
ব্যবচ্ছেদের শামিল হবে বাংলা প্রিয় পাশের ঘর
ভারত কবেই ভাগ হয়েছে নেই প্রিয় সে তেপান্তর
বলত স্বজন আপন ঘরে ওসব নাকি দ্রোহের ফল
জবর দখল দেখবে এবার মাতৃময়ীর বাংলা দল !