বাকি হিসেবটা
********************
বলা হয়নি তোমায়
একটু একটু করে কিভাবে নিয়েছি
আমি, ঐ বিষন্নতায়
ছেড়ে গেছি একেকটি উষ্ণ বলয়
শুধু ডুবে গেছি হতাশায়
বৃত্ত জুড়ে যতটা তোমার,সবটা নিয়েছি
স্ফুটনের আগে
মৃত আলোর নির্ঘুম রাত,উদ্ভিন্ন প্রশ্বাস
দুর্বহ প্রহর আর একরাশ অন্ধকারে
নি:স্ব গিরি বেয়ে ভাসিয়ে দেওয়া উদ্দাম স্রোত
নিয়েছি এসবও, জাপটে রয়েছি
ওঠাপড়া ভুজে পিপাসার্ত আমি
প্রশ্বাস বয়ে
ছুঁয়ে আছি গিরি শৃঙ্গ সব
বলিনি এসবও, বলা হয়নি কিভাবে
নিয়েছি একেক প্রহর মুহূর্ত
রোদ জলের সম্ভাব্য মূর্ছণায়
গর্ভ খুলে নিষেক সম্ভাষণ , পরাগ সংযোগে
লেপ্টে থাকা আগামীর জন্মক্ষণ
আমিই নিয়েছি তোমায়
প্রত্যুষে বৃন্ত জুড়ে -
ভুল বুঝো না, আমিই নিয়েছি তোমায় !