অথচ শিঁড়দাড়ার একশো আটটি
পূর্ণাঙ্গ হাড় বাজেয়াপ্ত হল
ঠিক যখনই সোজা হয়ে
উঠে দাঁড়ালাম,আকড়ে ধরলাম
এক আকাশ রৌদ্র
রোমাঞ্চিত হলাম প্রথম পদর্পণে
সিক্ত সবুজ বইয়ে দিল একরাশ
মূর্ছণা-শিখলাম সেই
পাথুরে জমিতে কিভাবে
পরতে পরতে এগিয়ে চলতে হয়
সৃষ্টি তখনও চর্বি,মাংসের তাল নিয়ে
হাড় রক্ত যোজনে
জুটি গড়তে ব্যাস্ত !
পছন্দের রসায়নে ক্রমিক সিল্
নতুবা আজীবন
পট গড়া কুমোড়ের মতে
একফালি ঠুনকো কাঠে ভর দিয়ে
দাঁড়িয়ে থাকতে হবে আমজনতার কাছে।
আকাশ,বাতাস,জমীন
ভর করে দাঁড়িয়ে আছেন স্বয়ং
যেখানেই দেখ যেভাবেই দেখ
সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র
তিনিই ডোবাবেন তিনিই জ্বালাবেন -
লাফাও ছোটো নাচো গাও যতই -
আদতে তুমি স্বাবলম্বীই হলে না আজও