নোবেল নিয়েছে ভারতমাতার
সোনার রবির আলো,পারেনি
কাড়তে সঞ্চয়িতার একটি বর্ণ
কোন,গীতাঞ্জলি আজও বর্ণিত
মুখে মুখে উচ্চার,ঘরে ঘরে শুনি
প্রভাতী আলোয় সঙ্গীত সোচ্চার |
দু:খ সুখের হৃদয় কুটিরে সেই
স্পন্দন ধ্বনী, ডালায় সাজানো
সোনার সে তরীখানি, সেই মেয়ে
যার কৃষ্ণকলির গাও,লাল মাটি
বেয়ে সেই পথে চলে যাও,কুমারী
মেয়েটি এসে কামিনীগুচ্ছে বরণ
করেছে হেসে |
নোবেল গিয়েছে যাক্,একবুক
জুড়ে সমগ্র রবীন্দ্রনাথ আমাদের
হয়ে থাক |বৈশাখ থেকে তোমায়
আমরা গাইব 'শ্রাবণ ধারার মত
পড়ুক ঝড়ে পড়ুক ঝড়ে আমার
বুকের পরে', মনের কোনের ঘরে -
পড়ুক ঝড়ে |