কাঁঁমড় বসানো
দখলের মাঠে
দিনে রাতে প্রপাতের সারি
বীজাণু উদ্বুদ্ধ হলে
রক্তে লেলিহান
বৃত্তে শরীর আর শরীরবৃত্তীয়........
এখন প্রেমের ঢল্
ঐ খাতে
অন্ন নির্ণয়
মোচ্ছবের গন্ধ বেয়ে তড়তড়ে ফ্ল্যাশে
মেয়েরও উদোম মুখ
খাদ্য বিনিময় .........
একেক মারীর ফলে
দারিদ্র্য ফলে কোথাও রাজকোষ
যার পাত্ শূণ্য সেই
বুঝে নেয় মারীর কদর.....
আপাত শূণ্যতা
উবে গেছে
উর্বর স্নেহ
সে জমিতে ফসল ফলালে
জন্ম নেয় অধিকৃত দেহ....l