সত্যির মতো কুর্শিতে ছায়া ছায়া
মিথ্যা মানুষ......
আমি তুমি ঘর হব
প্রেম হব সুখ হব দীর্ঘ প্রহর
ঠোকাঠুকি হয় হোক ভুলগুলো ঢেকে দেব ফুলে
বর হব বৌ হব কাটাকুটি ছক্ কেটে ঘরে
হাতে হাত, হেঁটে যাবো দীর্ঘ সীমানা
রান্নাটা সেরো তুমি
প্রিয় পাত বাড়া হলে
হাঁক দিও সুমধুর,ওগো কিগো হ্যাঁগো নাম ধরে
মুখটা গোমরা হলে
খুনসুটি দেবে তুমি রাত পোহালেই জানি
এক কাপ বেড টি'র তায়ে
সিনেমার পাশগুলো নষ্ট হবেই
জানি তুমি কাব্যিক লোক
ঘুড়ে আসি কোনমতে বলবেনা কিছুতেই
খোঁটা দেবে পয়সার ক্ষতে।
ঝগড়া টা রোববারে বলে দিই সত্যি করে
সারাদিন গুমোট গরম
সান্ধ্য ভ্রমণটাও ডগমগ লিস্টিতে
আমি তুমি আমাদের রোগ।
ভুল হলে হাতা নিও আমায় খুন্তি দিও
ঢালটাও থালেই চালিও
চার পাঁচ আউটিং ক্যটালগ লিস্টিটা রেখ
এসব ভীষণ প্রিয়
প্রাইভেট মারুতি আছেতো?
খরচাটা রেডি রেখ পার্লার শপিং এর খাতে
জীবনটা বোর লাগে, রাজি আমি
প্লিজ্ তুমি রেডি থেকো সজ্জার খাটে।