আসনটি রয়েছে শুধু
বনবন উড়ছে শ্যেন দৃষ্টির
অক্ষিগোলক,
ঠুকরে ছিড়ছে অক্ষরের মাত্রা,সংযোগ,বস্তু
শিকারের এক একটি প্রত্যঙ্গ
গত জন্মের ঘাম রক্তের ইতিহাস
শয়তানের কুগ্রহ থেকে বাঁচাতে না পারা
হতাশগ্রস্ত পিতার আর্তি। জঞ্জাল থেকে
ডাস্টবিন থেকে, বেশ্যালয় থেকে, ধ্বংসাবশেষ থেকে
কেবলই টিকিয়ে রাখার আর্জি।
মন্দির টপকে খাড়া হাতে মায়ের রক্তাক্ত জিভ,
মাথাগুলো গড়িয়ে যাচ্ছে রাবণ রাজের পায়ে
তিনি ছুঁড়ে দিচ্ছেন দোরগোড়ে , সে আবার ------

মঙ্গলারতি শেষে চুঁইয়ে নামছে
বৈষয়িক ক্লেদ,মেঝের পরে এর তার তালুর পরে
মন্ত্রজল ভেবে চোঁও করে চেখে নিচ্ছে কেউ
সেই আত্মিক পরমায়ু !
ফলছে না কোন আশীর্বানী, সাদা চুলে পারমাণবিক চুক্তি
প্রৌঢ়ত্ব নেই কোন ধেয়ে যাচ্ছে
কৌমবতীর ঢলঢলে নিতম্বে
স্বরবর্ণ যুক্তাক্ষর ঢেউ তুলছে কড়কড়ে নোটে !

স্তম্ভিত পরদেশ
স্বাদ আর সৌরভের বারংবার গর্ভমোচন
স্নায়ু ঘিলুর তরতাজা রেট
দোকানী গুঁজে দিচ্ছে পাইকারি মস্তিস্কে
বনবন ঘুরে ফিরে ফের গর্ভগৃহে
বাপ মায়ের হরপুন দুনিয়া !