ছোট ছেলেটা বেড়িয়ে এসেছে,
আমরা সবাই
বেড়িয়ে আসি -----
গর্ভ থেকে,ঘর থেকে,বাড়ি থেকে
প্রবঞ্চণা থেকে
সম্পর্ক থেকে ক্রমাগত |
যখন সংঘর্ষ চলে অন্তর্দ্বন্দের
যখন ছাড়খাড় একটি
জন্ম বয়ে নিয়ে বেড়াতে হয়
যখন স্থাণচ্যুত হয়
এক একটি বিশ্বাসের ভিত
আত্মার সাথে ছাড়া অপার্থিব মনে হয়
সব কথাদের
ঠিক তখনই বেড়িয়ে আসতে হয়
সব ধুইয়ে,মুছে
সাফ করে - |
শেষ হলে নাড়িটান মা-ও
ছেড়ে দেন প্রত্যাশা
অসংখ্য লাথি ঝাঁটা মেরে সন্তানও চায়
স্বাধীনতার উন্মুক্ত জল হাওয়া
বেড়িয়ে আসে সেও |
ছোট ছেলেটা সমাজের দর্পণ
জগতের অসংখ্য শিশুদের মধ্যে ওর ওঠা বসা দেখি প্রতিদিন
মা বাবার মাঝখান থেকে
কোল থেকে নি:শব্দে উঠে যায় শিশু
কত শত শিশু
পথে ঘাটে,বাজারে,রাস্তায়
ষ্টেষণচত্তর,দেশে দশে
সকলেই কোল থেকে উঠে বেড়িয়ে পরা
এক একটি শিশু এক একটি ভারতবর্ষ,জাতীয় ভবিষ্যত
আমার,আপনার,এর ওর সকলের |
আপনি ওকে কি দেবেন, রাষ্ট্র
অ গা ধ স্বাধীনতা
আর এক একটা রাষ্ট্রবীজে বেজন্মা নামের
খ্যাতির কাব্যিক আইডেন্টিটি ?
মহামান্য,আপনার রায়ে
আজ অসংখ্য শিশুরা বেড়িয়ে এসেছে
ঘড়ছাড়া,অনাথ হয়ে
কি রায় দেবেন আপনি এদের।
ফিরিয়ে দিলেন
প্রাক্তন প্রেম তাতে মত্ত আজ আমরা
তার শিশু আমার শিশুর
কোল দিয়েছেন কি
আমরা কিন্তু বেড়োব না
বেড়িয়ে পরুক ওরা দলে দলে
শয়ে শয়ে,অগনিত
দেশ সমাজ রাষ্ট্রের সিম্বলিক শিশু হয়ে
কোল কোথায় আমাদের ?