বেশ লাগে এই উত্তাপে পিঠ রেখে
চাঁদের মুখে সোনা রোদের খেলা
পোড়ায় যারা নাগর কিংবা প্রেমী
বুঝবে কবে ? ভস্ম মেখে মুখে !
আমরা যারা মুখিয়ে থাকি প্রবল
অশ্রুগুলো আর দেবেনা ফাঁকি -
কোন ফাঁকে সেই ক্ষুব্ধ লেনাদেনা
মুখ ঢেকে দেয় সবটা জবর দখল !
সমান সমান পাল্লা আছে হরেক
কেউ এগিয়ে পিছিয়ে দুধাপ কেউ
শেষ ধাপে সব সূত্র যাবে মিলে
ঘুঁটে গোবর একের পিঠে আরেক!
আগুণ আগুণ চলছে খেলা বেশ
বাজার ঘাটে লাফিয়ে দ্বিগুন আরো
গিলছে মানুষ আগুণ হরেক রংয়া
উগরেছে যা দেখছি তারই রেশ !
এই আগুণে শুদ্ধ হবে বলেই,সীতার
পাতাল আজও আগুণ চায়, ছোট্ট
ছেলে ভীষণ সহজ ভেবে খেলছে
হরেক আগুণ রংয়া গায়।পোড়াবে কে
পুড়বে ক জন লিস্টি আছে রেডি
ছক্কা কোথায় পুটের সারির লোক
জমিয়ে খেলা চলবে এবার দ্বিগুণ
বেড়িয়ে এসো নাহয় জুয়াই হোক !