দোষ নেবেন না দ্বিতীয় পান্ডব
টলটলে জ্যোৎস্নায়
আমি কবোষ্ণের উন্মুক্ত গোলাপ
তাকেই সঁপেছি , লক্ষ্যভেদে
যে আমার লাবণ্য ছুঁয়েছিল !
হ্যাঁ অশ্লীল আমি !
জর্জরিত বিষে, ছোবলের আলক্ষেত
নিষিক্ত ফেনা মুখ বেয়ে
মৃগ নাভি পরম উৎসব
শঙ্খ লাগা চূড় - কাজ কি গিরিশৃঙ্গে বরফ জমিয়ে
আমারই মতন
পৃথিবীর দু:খ শোক অশ্লীল হোক আরো !