কবিতা : অর্কিড
দু'ইঞ্চি ইটে মাথা ঠুকে,ঐ প্রশাখার রসে সিঁথি ভিজিয়ে পারিস না দীর্ঘ একটা সময় রাখতে -
ছিঁড়ে দিয়ে বাকল তপ্ত চিবুক ঘষে
পারিস না রক্তাক্ত স্বেচ্ছামৃত্যু চিঠিটা আনতে -
ঝাঁকা দিয়ে চিৎকার করে বলতে পারিস না,
বৈকালে আমি এইখানেই
নগ্ন হয়েছি প্রথম , রসজ্জুর
ন্যাপকিনে প্রথম মুদ্রিত যৌবন , চকিত স্বাক্ষর
ঐ মোটা গুড়ির থাইয়ে নিমগ্ন - !
হেঁচড়ে টেনে জং ধরা তাঁরকাটা ছেঁচে
পারিস না ধরতে আকর্ষ মুঠিটা, উপরে খুলি
চেপে,ধর ' না চোদ্দশ ভোল্টের
কল্কেফলের অন্তর্নিহিত বীজটা,দেখবি শক্টা
কি প্রবল স্বাদু !