আগ্রাসন তবু
জোড়েনি হৃদয় ' পরমায়ু জমে আছে
একরাশ বিপ্রধর্ম হয়ে
লোভের খাচায় !
থামেনি এখনো
বর্ণহীন কীটের কৌশল
কখন কিভাবে
মারণ পেতেছে ' স্থাণজুড়ে লালারস
নিগূঢ় অঞ্চল !
অভ্যেসে আরও এক ধাপ
মিশে গেছে খোয়াবের তীর, শেজের ঝলক,
সয়ে যাওয়া অগাধ উত্তাপ
হৃদয়ে বিঁধেছে এসে শেষে
একগুচ্ছ সৌহার্দ্যের পাপ !
অবিচল তবু চলাফেরা
পায়ে পায়ে মেহফিল
উর্বশী রঙীণ বেচা কেনা
ছায়ার আড়ালে বাড়ে কমে
যেন তেন শৌর্যীয় দেনা !