গোড়ালি কিছুটা ডুবেছে
পুষে থাকা জলাশয়
কিছু পরে রোদের মিছিলে
শেকড়ের নাড়ি দেখে
যেন প্রেম মনে হয় I
অতর্কিতে জল' এসো বাছা
পরিপাটি ঘরে
এ পাতে অম্লান বেছানো
দু'ছটাক পরমায়ু
হাতের চেটোয় I
অলক্ষ্যে বিঁধেছে শূল
স্নায়ুসিক্ত বৃত্তের পরে
খুঁটে মারে ছোট চারা
বিষ মাখা নখড় আঁচড়ে l