কার ভিক্ষা উৎসর্গীত হবে
কে দেবে ভজনা সংগীত
সব চরে আর্তের ডাঙা, পিপাসা চিবুক
জোয়ারের জমা প্রবঞ্চণা
বলে দিল "আমরা রয়েছি"
চিবুকের ধারে কাছে
আজ শুধু উৎসর্গীর পালা।
দীর্ঘ ঐ নিষ্পন্দ বুকে
পরষ্পর জেগে আছে স্পৃহা
আমাদের বেলা বয়ে যায়
রোদ ঝড় বর্ষাতি ঢেকে।
মড়চে সিন্দুক খুলে
ভেবেছি উদগ্র পূর্তি হবে
ভজনা মেলে না তালাও খোলে না
স্বরভঙ্গ বিপ্রতীপ বেলা।
এক হব বলে প্রযত্নের তত্ত্বে আজ
অলিখিত প্রথাদের সারে
অনির্ণিত চকোলেট একে অপরের
কাড়াকাড়ি
কে হবে মহান গ্রহীতা............?
______________________