ওখানে একটা রাত বসে থাকে চুপে
আজও,অনন্ত পিপাসার -
ক্ষয়িত উল্কিগুলো , সব ছিল
নিখুঁত, হাত জোড়া শাঁখায়
পঞ্চামৃত মুখে হাঙরের একজোড়া
সোনামুখ শৃঙ্গার, চেয়ে চেয়ে শুধু
কেটে যেত , ভিজে শার্ট
গলন্ত লাভায় আজো তার উদগ্রীব দাহ্ !
শর্তহীন গ্রহীতার মতো
ধার দেনার কোন বৃত্তিই
অবশিষ্ট নেই আর - বলেছ সঠিক
উঞ্ছবৃতের দিন আর রাত !
মাথা নুইয়ে টুপি খুলে জানান দিতে হয়
শরণাপন্নের অভিপ্রায় -
ঠিক সেই মুহূর্তে টের পাও তুমি
কত বড় অবাঞ্ছিত,এই আমার চৌহদ্দি
ঘিরে নিষ্ক্রিয়তার কি প্রচন্ড উল্লাসে
বাকরুদ্ধ আমি ! ফটোফ্রেমে শুয়ে আছ
পৃথিবীর নিশ্চিত শয্যায় - বনবন পাখা,
নিশুথ দেওয়াল, অন্ধকারকে সাক্ষী রেখে
নিবিড় হলাম আরো , অঙ্গীকারের
সুতোয় কোন বন্ধণ নেই আজ আর !