তোমার হৃদয় ভোগ লালসাল দ্বার
সেখানে আমার হৃদয়ের অধিকার
বুক বেঁধে আছে ইচ্ছামতীর চর্
মেলে না কোথাও মানুষ বাঁধার ঘর
আজ মিলে গেছে কাল্ কোন সম্ভোগ
তোমার দুয়ারে অহেতুক রাজভোগ
সঁপেছি যাপন কড়ি গন্ডুষ দানে
মানুষ মিলেছে মুঠো মুঠো অভিধানে
জীবন যেখানে তীরন্দাজীর চোখ্
বিঁধেছে তোমায় কোন্ সে আহাম্মক
বেশ তো সেজেছ পরমান্নের সুখে
আমার পাত্রে ঈশ্বরী খেলে বুকে
দধিচী তোমার উত্তরে রেখে ভোগ
আঁধারে আমার নিয়নবাতির যোগ
সেই স্পর্শেরা খোয়া চলে যায় শত
যেখানে প্রথম ছুঁয়েছি হৃদয় ক্ষত
পাল্টে গিয়েছে নদী নালা বন্দর
সেই বাড়ীটায় আমাদের সংসার
তুমি বেশ আছো একান্ন পীঠ চূড়ে
শ্যওলা জমেছে আজ এভুঁই জুড়ে