আসলে আমরা সবাই নেহাতই রীতির শিকার
কখনও দিন চলে যায় মহাজন মুখের ভাষণ
চলেনাও না বা সেদিন যেদিন ওই ভাবের বিকার
আমরাও আনতে পারি কাঁটাতার পেরিয়ে সুদিন
বোধনের সেই সেদিনে আমরাও সঙ্গী ছিলাম
সংগ্রামে দোসর ছিলাম মরদের কঠীন শ্রমের
প্রভাতের সেই পরাধীন রাঙা ঐ বেদীর তলে
জ্বেলেছি সর্ব স্বাধীন শহীদের আগুণ মশাল !
আসলে এই আমাদের রাখা হয় সংগোপনে
পাছে কেউ খোঁজ পেয়ে যায় জীবনের সন্ধিক্ষণে
ছিল না সঙ্গী আসল শুধু ওই হিসেব খেতাব
গনেছে মানুষ যারা সামাজিক আজ তাদেরই
আদতে হতাশ ঢাকে,আমরাও এই অবধি
দু'মুঠো সেদ্ধ আতপ কোনদিন শাকে ভাতে !
তোমাদের ঢেঁকুর ওঠে সোয়াদের পোসন্নতা
আমরাও ডুকরে সেদিন কেঁদেছি শহীদ তলে
গব্বে বুক ভেসেছে দেশেরই সন্ধিক্ষণে
শ্লোগানে গান বেধেছি ভুলেছে সেই বারতা
আমাদের কেউ খোঁজেনি হারিয়ে অশ্রুজলে
আমরা ফুরিয়ে গেছি বিজয়ের এই সুদিনে!